
রাজিব ফরিদপুর প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
করোনা মহামারিতে কর্মহীন ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও হত দরিদ্র পরিবারের নারীদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক ফরিদপুরের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।৯ মে পৌর এলাকার গোয়ালচামট হাউজিং এস্টেট এর অস্থায়ী কার্যালয়ে বেলা ১১.৩০ দিকে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রায় অর্ধশত নারীর হাতে এক হাজার করে টাকার একটি করে খাম তুলে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন মানবিক ফরিদপুরের প্রতিষ্ঠাতা সভাপতি নিলুফার ইয়াসমিন রুবি, সাধারণ সম্পাদক নিলয় বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হোসেন মিলন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাপারোস্কেপিক, ক্যান্সার ও লেজার সার্জন জুনিয়র কনসাল্টেন্ট (সার্জারী) ডাঃ এ.এস.এম তানজিলুর রহমান।
no views