মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জামির্তা ও চান্দহর ইউনিয়ন এর শাখা রোড যেটি জামির্তা হতে চান্দহর হয়ে সিরাজপুর এর দিকে চলে গেছে। ব্যস্ত এই সড়কের সেতু কয়েক মাস যাবত ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে আছে। মাস তিনেক আগে স্থানীয় প্রশাসনের পক্ষ হতে স্টিল এর পাটা দেয়া হলেও এর মাঝে করা হয় নি কোনো-প্রকারের ঢালাই বা মেরামত। রাস্তা দিয়ে প্রতিদিন হাজার খানেক ইটের গাড়ি ও গরু ভর্তি ভারি যানবাহন যাতায়াত করে। এসব ভারি যানবাহন চলাচলের জন্য সেতুটি এখন অনেকটায় ঝুঁকিতে।
এলাকার লোকজন এর ভাষ্য মতে সিংগাইর হতে সিরাজপুর গরুর হাটে যাতায়াতের রাস্তার সেতুুুুটির (স্থানীয় কানুখালী এলাকায় ) কাজ চলছে বিধায় এই রাস্তায় এতো গাড়ি চালাচল করছে। সেই হিসাবে হলেও এই সড়কটি এখন খুব জরুরী ভিত্তিতে সংস্কার করা দরকার, নাহলে যে কোন বড় ধরনের দূূর্ঘটনা ঘটে যেতে পারে।
এলাকার লোকজন এর দাবি উপজেলা প্রশাসন হতে নিয়ম করে, ভারি যানবাহন এই রাস্তায় চলাচল বন্ধ করা এবং জরুরি ভিত্তিতে সেতুটির সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]