রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
মানিকগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা
মোঃ জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের ঘিওর উপজেলা পরিষদ মিলনায়াতনে সোমবার(১১ই এপ্রিল) ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা -২০২২ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মোহছেন উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শামসুল আলম খান, ভাইস চেয়ারম্যান ইসতিয়াক আহম্মেদ শামীম, ভাইস চেয়ারম্যান কাজী মাহেলা, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মান্নান, ব্র্যাক জেলা ব্যবস্থাপক (সেল্প) মোঃ নাসির উদ্দিন, ব্র্যাক ঘিওর শাখা ব্যবস্থাপক (সেল্প) মোঃ গোলাম রসুল, ঘিওর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু, ঘিওর ইউপি চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম টুটুল, বালিয়াখোড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, নালী ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুচ মধু প্রমুখ।
বক্তরা নারীর ক্ষমতায়ন,দরিদ্র ও প্রান্তীক জনগোষ্ঠী নারী ও শিশুদের সামাজীক ও আইনগত অধিকার ও বাল্য বিয়ে প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও শুশিল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.