মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মানিকগঞ্জের হাজারি গুড়ের সুনাম ও চাহিদা বিশ্বব্যাপী। এই চাহিদাকে পুঁজি করেই কিছু অসাধু ব্যবসায়ী চিনি ও চুনের মিশ্রণে তৈরি করছে ভেজাল গুড়।এ অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার(২৩-১২-২১ইং) ভোর থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে তিনজনকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে।কাল ৬টা থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল হরিরামপুর উপজেলার ঝিটকা, মজমপাড়া, হাপানিয়া ও গোপিনাথপুর এলাকায় ভেজালবিরোধী অভিযান চালান।আসাদুজ্জামান রুমেল জানান, রাজশাহী থেকে আসা কিছু মৌসুমী গুড় ব্যবসায়ী এক মণ রসের সঙ্গে একমণ চিনিওচুনদিয়েদুইমণখেজুরেরভেজালগুড়তৈরিকরছেননি বলেন, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যাকর পরিবেশে গুড় তৈরির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী হরিরামপুরের ঠাকুর পাড়ার সেন্টু মিয়াকে আট হাজার টাকা, হাপানিয়া গ্রামের রমজান আলীকে চার হাজার টাকা ও মজনু মিয়াকে ছয় হাজার টাকাসহ জরিমানা করা হয়েছে।ভোক্তা অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]