মানিকছড়ি উপজেলার তিনটহরী নামার পাড়া এলাকায় হালদার উপ-শাখায় অবৈধভাবে বালু উত্তোলনের গোপনে খবরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা ।
প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার একমাত্র মানিকছড়ি খালের ( হালাদার উপ-শাখা) চেঙ্গুছড়ায় বালু মহাল সরকারীভাবে ইজারা রয়েছে। ফলে অন্যান্য স্থানে অবৈধ পন্থায় বালু উত্তোলন রোধে প্রশাসন সক্রিয় থাকার অংশ হিসেবে ৮ অক্টোবর বিকালে গোপন সংবাদে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিফাত আসমা পুলিশ নিয়ে তিনটহরী নামার পাড়ায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি অবৈধভাবে বালু উত্তোলন কাজে ড্রেজার মেশিন ধ্বংস করেন এবং অভিযুক্ত ব্যবসায়ী মো. আবদুল আলিমকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ০৪ ধারার অপরাধে ১৫ ধারায় শাস্তি হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
সহকারী কমিশনার রিফাত আসমা জানান, উপজেলার একমাত্র বৈধ পয়েন্ট ব্যতিত অন্য পয়েন্টে কাউকে অবৈধ পন্থায় বালু উত্তোলন করতে দেয়া হবে না। খবর পাওয়া মাত্র অভিযান পরিচালনা করবে প্রশাসন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]