মো. জাকির হোসেন, মানিকছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে বাংলাদেশ রোভার স্কাউট মানিকছড়ি উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় মানিকছড়ি পাবলিক স্কুল এন্ড কলেজ'র অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউট খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বিভিন্ন স্কুল,কলেজ ও ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে পরিচিতি সভার আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রোভার স্কাউট'র সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন,মানিকছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মান্নান,খাগড়াছড়ি জেলা রোভার স্কাউট'র অর্থ-সম্পাদক মো. রবিউল হোসেন,থোয়াইনপ্রু মারমা প্রমূখ।
এসময় তারা বলেন,‘বাংলাদেশ স্কাউটসের মূলনীতি বাস্তবায়নের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার সকল উপজেলার মত মানিকছড়িতেও আমরা" মানিকছড়ি মং রাজবাড়ি মুক্ত রোভার স্কাউট" এই নামে বাংলাদেশ স্কাউট মানিকছড়ি উপজেলা শাখার যাত্রা শুরু করতে যাচ্ছি।এজন্য সকলের সহযোগীতা প্রয়োজন।
তারা আরো বলেন,একজন স্কাউটের মূল লক্ষ হওয়া উচিৎ সুন্দর জীবন গঠন,একজনের বিপদে-আপদে এগিয়ে আসা, দেশ ও জনগনের স্বার্থে সবসময় ঝাঁপিয়ে পড়ার মহান ব্রত নিয়ে এগিয়ে যাওয়া।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]