৫৬ হাজার বর্গ মাইলের বাংলাদেশে ছোট্ট একটি উপজেলা মানিকছড়ি।এই ছোট্ট উপজেলার ২২ বছরের টকবগে তরুণ স্বপ্ন বুনছেন বাংলাদেশের ফুটবল কোচ হওয়ার। ইতোমধ্যে বুনেগেছেন বাংলাদেশের সবচেয়ে কম বয়সী প্রফেশনাল ফুটবল কোচ।সেই স্বপ্নসারথি হলেন মানিকছড়ি’র ফুটবল একাডেমির পরিচালক মো. ইমরান হোসেন ইমন(২২)।যার ধ্যানেমনে পাহাড় সমান একটাই স্বপ্ন বাংলাদেশের ফুটবলের প্রতিনিধিত্ব করা। সম্প্রতি তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে) ও এশিয়ান ফুটবল ফেডারেশন(এএফসি)’র ‘সি’ ক্যাটাগরির লাইসেন্স ফুটবল কোচেস ট্রেনিং অংশ নিয়েছে।
পাঁচ দিনব্যাপী টেকনিক্যাল ও প্রেক্টিক্যাল সেশনে অংশ নিয়েছে তিনি সহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত ফুটবল কোচরা।
উক্ত প্রশিক্ষণে অংশ নেয়ার আগে দীর্ঘ ২ মাস ব্যাপি তত্ত্বীয় ফুটবল এর ওপর প্রশিক্ষণ প্রদান করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর টেকনিক্যাল ডিরেক্টর পল থমাস স্মলি। প্রশিক্ষণ শেষে এখন চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও এশিয়ান ফুটবল ফেডারেশন (এএফসি)’র ‘সি’ ক্যাটাগরির লাইসেন্স ফুটবল কোচেস ট্রেনিং এর ৫দিন ব্যাপি টেকনিক্যাল ও প্রেক্টিক্যাল সেশন। এতে অংশ নিয়ে সফলতার স্বপ্ন দেখছেন পার্বত্য খাগড়াছড়ি জেলার মংরাজ আবাসস্থল মানিকছড়ি’র কৃতি সন্তান ও মানবিক সংগঠন প্রেরণার স্বপ্নদষ্টা আর্তমানবতার সেবক এবং মানিকছড়ি ফুটবল একাডেমির পরিচালক মো. ইমরান হোসেন ইমন (২২)। এ প্রশিক্ষণ সফলভাবে শেষ করতে পারলে তিনি হবেন বাংলাদেশের সবচেয়ে কম বয়সী প্রফেশনাল কোচ। তিনি সকলের দোয়া প্রার্থী।