বিনোদন ডেস্ক : জলের মধ্যে ভাসছেন অভিনেত্রী বিপাশা বসু এবং স্বামী করন সিং গ্ৰোভার, সাথে ভাসছে খাবারের প্লেট- ঠিক এই ভাবেই জলের মাঝে স্পেশাল বার্থডে সং গেয়ে করনের জন্মদিন উদযাপন করলেন বিপাশা বসু।
আগের মাসেই নিজের জন্মদিন সেলিব্রেট করেছেন বিপাশা, যদিও সেই সময় তিনি কাছে পাননি স্বামী করণ সিং গ্রোভার কে, কিন্তু ভিডিও কলের মাধ্যমে এ প্রিয় মানুষকে সামনে রেখেই কেক কাটেন সেদিন। ২৩ ফেব্রুয়ারি করনের জন্মদিন। হাজারো কাজের মধ্যে এদিন তারা ছিলেন দুজনে একসাথে, তবে বাড়িতে নয় জন্মদিন সেলিব্রেট করতে মালদ্বীপে পৌঁছে গেলেন বিপাশা ও করণ। জন্ম দিনের শুরুতেই হয়ে গেছে কেক কাটার পর্ব, করনের পছন্দমত স্পেশাল কেক আনা হয় এদিন। জন্মদিনের রাত কাটতে না কাটতেই সকালবেলা ব্রেকফাস্টে দারুন সারপ্রাইজ। জলের মধ্যে ভাসতে ভাসতে ব্রেকফাস্ট সঙ্গে জন্মদিন সেলিব্রেশন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]