রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ২২ নভেম্বর ২০২৪ | ৭ অগ্রহায়ণ ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনা সরানোর নির্দেশ
দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট : মুইজ্জুর শপথ গ্রহণ অনুষ্ঠান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু তাঁর বদলে এই অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন দেশটির ধরিত্রীবিজ্ঞানমন্ত্রী কিরেন রিজিজু।
মালদ্বীপে প্রায় ৭৫ সদস্যের ভারতীয় সেনার উপস্থিতি রয়েছে। মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনা সরানোর বিষয়ে মুইজ্জু নির্বাচনী প্রতিশ্রুতি দেন।
ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটিতে প্রভাব বিস্তারের জন্য ভারত ও চীনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।গতকাল শনিবার মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, সেনা প্রত্যাহারের বিষয়ে ভারতের কাছে অনুরোধ জানাতে মালদ্বীপের জনগণ তাঁকে (মুইজ্জু) ক্ষমতা দিয়েছে। তাই তিনি আশা করছেন, মালদ্বীপের জনগণের গণতান্ত্রিক ইচ্ছাকে ভারত সম্মান করবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.