রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ২০ নভেম্বর ২০২৪ | ৫ অগ্রহায়ণ ১৪৩১ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
মালিকপক্ষের সাথে সমঝোতা ছাঁটাই হওয়া সেই ৮ শ্রমিক
রেদোয়ান হাসান,সাভার,ঢাকাদৈনিক শিরোমণিঃ
ঢাকার সাভারে মে দিবসের কর্মসূচিতে অংশ নেয়ায় কারখানা থেকে ছাঁটাই হওয়ার অভিযোগ করা সেই আট শ্রমিক মালিকপক্ষের সাথে সমঝোতা করেছেন।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়ার ডিকে নীটওয়্যার গার্মেন্টের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক আল আমিন হোসেন।
উক্ত সমঝোতা পত্রে গতকাল ছাঁটাই হওয়া আট শ্রমিক ও সংগঠনের শ্রমিক প্রতিনিধিরা স্বাক্ষর করেছেন বলেও জানান তিনি।
কারখানাটির শ্রমিক রফিকুল ইসলাম বলেন, ‘ওরা আমাদের আর নিবো না। তাই সবাই মিলা আমাদের ওইটা সমাধান কইরা দিছে। তবে পাওনাদি ৮ তারিখে পরিশোধ কইরা দিবে কইছে। যার যে কয় বছর চাকরির বয়স হইছে তার সাথে দেড়টা বেসিক দিয়া দিবো। যার দশ বছর হইছে সে সাড়ে এগারোটা বেসিক পাইবো। এখন বেসিক সাড়ে ৫ হাজার কইরা।’
আশুলিয়ার ডিকে নীটওয়্যার গার্মেন্টের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের ব্যবস্থাপক আল আমিন হোসেন বলেন, ‘তারা পুরো ফ্যাক্টরিতে ফ্লোরে কাজকাম বন্ধ করে রাখছিলো। ঈদের আগে এটাতো বিশাল ক্ষতি। তবে যাই হোক বিষয়টা আমরা সমঝোতায় চলে গেছি। এর এগেইনস্ট ওরা যে দাবি-দাওয়া তুলছে সে গুলো আমরা দিতে সম্মত হয়েছি।’
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.