মোঃ ঝুমন মিয়া সোনারগাঁ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ রাঙ্গামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মাহমুদা বেগম সহ তিন পুলিশ কর্মকর্তার আইজিপি ব্যাজ অর্জন। আসন্ন পুলিশ সপ্তাহ ২০২২ উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলায় কর্মরত তিন পুলিশ কর্মকর্তা ভাল কাজের স্বীকৃতিস্বরূপ আইজিপি ব্যাজের জন্য মনোনীত হয়েছে। ২০২১ সালে করোনা মহামারী প্রতিরোধে কার্যকরি ভূমিকা পালন, আইন-শৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন ক্ষেত্রে সেবামূলক কাজের জন্য আইজিপি ব্যাজ অর্জন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মাহমুদা বেগম। ২০২০ সালে করোনা মহামারী প্রতিরোধে কার্যকরি ভূমিকা পালন, আইন-শৃঙ্খলা রক্ষা ও বিভিন্ন ক্ষেত্রে সেবামূলক কাজের জন্য আইজিপি ব্যাজ অর্জন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব তাপস রঞ্জন ঘোষ এবং এসআই (নিরস্ত্র) মোহাম্মদ জহির উদ্দিন (বর্তমানে দেবিদ্বার থানায় কর্মরত)। রাঙ্গামাটি জেলা পুলিশের জন্য এই অর্জন নিঃসন্দেহে আনন্দের ও গর্বের। এই অর্জন রাঙ্গামাটি জেলা পুলিশের প্রতিটি সদস্যকে কাজের প্রতি অনুপ্রাণিত করবে, কর্মোদ্দীপনা বৃদ্ধি করবে ও ভাল কাজের প্রতি উৎসাহ জোগাবে। রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে আইজিপি ব্যাজ প্রাপ্ত পুলিশ কর্মকর্তাদেরকে পুষ্পিত শুভেচ্ছা ও অভিনন্দন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]