রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
মিরসরাইয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত
জাবেদ ভূঁইয়া, মিরসরাই প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মিরসরাইয়ে ২৩তম জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।রবিবার (২ জানুয়ারী) সকালে উপজেলা সমাজসেবা কর্যালয় থেকে একটি র্যালি শুরু করে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে অডিটোরিয়াম রুমের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং দূর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফুদ্দিনের সঞ্চালনায় এসময় বক্তব্য প্রধান করেন- উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, মহাকবি কাইয়ুম নিজামী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, একেএম সাঈদ, মোহাম্মদ আলমগীর, ডা. আনেয়ার, দুলাল কান্তি এবং ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সহ প্রমুখ।অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূয়সী প্রশংসা করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিন স্বপ্ন দেখেছেন এদেশে কোন অভুক্ত থাকবে না। এ সরকার সে লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এ লক্ষ্য পূরণ সব থেকে বেশি যে দপ্তর কাজ করছে তা হচ্ছে সমাজসেবা অধিদপ্তর। তিনি আরও বলেন, এ অধিদপ্তরে রয়েছে বিভিন্ন ধরণের ভাতা। মিরসরাই উপজেলায় প্রায় ২৫ হাজার জনগোষ্ঠী সমাজসেবা অধিদপ্তরের খাতে আওতাভুক্ত। উপজেলার নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, সামনে যে সুদিনের বাংলাদেশ আসছে। সেই বাংলাদেশের উন্নয়ন আপনার অন্যতম বড় অংশীদার। সরকারের উন্নয়নে যে ধরনের সহযোগিতা প্রয়োজন অতীতে মত সমনেও আপনারা আশাকরি সহযোগিতা করবেন।এসময় মিরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা সাম্প্রতিক কালে বাংলাদেশের সেরা সমাজসেবা কর্মকর্তা নির্বাচিত হওয়ায় উপস্থিত সকলের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।অনুষ্ঠানে উপজেলার প্রায় ৩৪ টি সামাজিক সংগঠন অংশগ্রহণ করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.