রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
মিরসরাইয়ে রাস্তার মাটি রাখা নিয়ে সংঘর্ষে নিহত-১ আটক-১
জাবেদ ভূঁইয়া, মিরসরাই প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মিরসরাইয়ে রাস্তার মাটি রাখা নিয়ে বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে শনিবার (১৮ ডিসেম্বর) সকালে আবুল কাশেম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়। নিহত আবুল কাশেম করুয়া গ্রামের মৃত ঘোড়া মিয়ার ছেলে। এঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ঘটনার সাথে জড়িত শাহ্ ফরান (২৬) ও তার বাবা শেখ আহমেদ ভূঁইয়া (৬৭) এর বিরুদ্ধে মিরসরাই থানায় মামলা দায়ের করলে আটক করা হয় শেখ আহমেদ কে।আটককৃত শেখ আহমেদ উপজেলার হাইতকান্দি ইউনিয়নের মধ্যম করুয়া গ্রামের মৃত জালাল আহমেদ এর ছেলে।ঘটনার আরেক সামী শেখ আহমেদ এর পুত্র শাহ্ ফরান। উল্লেখ্য, পুলিশ ও স্থানীয়দের তথ্য মতে, গতকাল শনিবার সকালে বাড়ির পাশ দিয়ে চলাচলের রাস্তার মাটি রাখা নিয়ে আবুল কাশেম ও শেখ আহমেদ মধ্যে জগড়া হয়। জগড়া চলাকালীন উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।এই জেরে আবুল কাশেমকে শেখ আহমেদ ও তার ছেলে শাহ্ ফরান হাত দিয়ে বুকে আঘাত করলে উপস্থিত তার মৃত্যু হয়। মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, এই ঘটনার সাথে জড়িত থাকায় তাৎক্ষণিক জিজ্ঞেসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয় শেখ আহমেদ কে। পরে নিহতের ছেলে বাদী হয়ে তার ও তার ছেলের বিরুদ্ধে মামলা করেন। মামলার আরেক আসামী শাহ্ ফরান পালাতক রয়েছে। আজ রবিবার সকালে আটককৃত শেখ আহমেদ কে চট্টগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.