জাতীয় দৈনিক শিরোমণি ডেস্ক: অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দাবি– বাংলাদেশ খুব ভালো ব্যাটিং করেছে। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান শোভন স্কোর মনে হলেও কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায় কম। ম্যাচ হেরে গেলে সেটা আরও বেশি মনে হওয়াই স্বাভাবিক। ব্যাটিংয়ের দুর্বলতাগুলোও তখন বড় হয়ে ধরা দিচ্ছে। ৩০০ বলের গেমে ১৫৫টি ডট খেললে তা হওয়াই তো স্বাভাবিক। অর্থাৎ ৫০ ওভারের ম্যাচে ২৫ ওভার পাঁচ বলে কোনো রান হয়নি। ডট খেলায় মচ্ছব করেছেন মিরাজ নিজেই। ৭৩.২৬ স্টাইক রেটে ব্যাটিং করে ডুবিয়েছেন তিনি। যদিও মিরাজ বলছেন, ভালো ব্যাটিং করেছেন তারা। দেড়শর বেশি ডট খেলা দলের অধিনায়কের ভালো ব্যাটিং করার দাবি কতটা গ্রহণযোগ্য, তা কোচিং স্টাফই বলতে পারবেন। ৪৬ রানে টপঅর্ডারকে হারানোর পর চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন মিরাজ। তানজিদ হাসান তামিমের সঙ্গে জুটি গড়েন মন্থর ব্যাটিং করে। ৯৭ বলে ৭৯ রান করেন দু’জন। জুটিতে মিরাজ ৫৬ বল খেলে ৩৭ রান করেন। অর্থাৎ রানের চেয়ে ১৯টি বল বেশি খেলেছেন অধিনায়ক। সেট ব্যাটার হয়েও আফিফ হোসেনের সঙ্গে ৫৪ রানের জুটিতেও মন্থর ছিলেন তিনি।
হার দিয়ে সিরিজ শুরু হলেও মিরাজ আশাবাদী আজ দ্বিতীয় ম্যাচ জিতে লড়াই জমাতে পারবেন। এখনও সিরিজ জয়ের সুযোগ দেখেন তিনি, ‘এখনও আমাদের সুযোগ আছে। একটি ম্যাচ হেরেছি। পরের ম্যাচ জিততে পারলে সিরিজ জেতার সুযোগ আছে।’