ধর্ম যার যার উৎসব সবার আশ্বিনীপূর্ণিমা পরবর্তী দিন থেকে কাতির্ক পূর্ণিমা পযর্ন্ত এই এক মাস ধরে বিভিন্ন বিহারে বিহারে দানোত্তম কঠিন চীবর দান পালন করা হয়।
আজ ২১ই অক্টোবর রোজ শুক্রবার ২০২২ ইং গতকাল থেকে বেইন ঘর উদ্বোধন দিয়ে শুরু হয় দুই দিন ব্যাপি চীবরদান । উদ্ভোধন পর ২৪ ঘন্টা মধ্যে তুলা থেকে সুতা তৈরি করে, সুতা রং করে,রঙিন সুতা বেইন বুননের পর কাপড় বানিয়ে সেই কাপড় নিদিষ্ট মাপের সেলাই করে কঠোর পরিশ্রম করে কঠিন চীবর তৈরি করা হয়। ধর্মীয় কর্মসূচি মধ্যে দিয়ে বিকালেপর্ব কঠিন চীবর ও কল্পতরু শোভাযাত্রা নাচে গানে বিহার প্রদক্ষিণ করেন স্বধর্ম প্রাণ দায়ক-দায়িকারা । পরে শুরু হয় ত্রিরত্ন বন্দনা ও ভিক্ষু বন্দনা, ত্রিশরণ প্রার্থনাসহ, পঞ্চশীল গ্রহণ, অষ্ট পরিষ্কার দান, সংঘদান, কঠিন চীবর দান, কল্পতরু দান, বুদ্ধমুত্তি দান সহ নানাবিধ দান করা হয়। এতে ধর্মীয় অনুষ্ঠানে শিশু সহ সব বয়সী নারী -পুরুষ বৌদ্ধধর্মীলম্বীরা হাজার হাজার লোক সমাগম মহান দানোত্তম কঠিন চীবরদানে উৎসবে মেতে উঠেন পূণ্যর্থীরা ।
আজকের অনুষ্টানে প্রধান অতিথি মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বাবু বিমল কান্তি চাকমা উপস্থিত আর অনন্যা বিহারে ভিক্ষু সংঘ উপস্থিত।