ছিনতাইকারীর কবলে পড়েছেন সংগীত শিল্পী মিলা। বৃহস্পতিবার রাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামের সামনে জ্যামে আটকে থাকা অবস্থায় তিনি ছিনতাইয়ের শিকার হন।
বিষয়টি মিলা নিজেই ফেসবুকে জানিয়েছেন।শুক্রবার নিজের অফিসিয়াল ফ্যান পেজে এক স্ট্যাটাসে তিনি বলেন, ‘লাইফে প্রথম ছিনতাইকারীর কবলে পরলাম! আর্মি স্টেডিয়ামের সামনে থেমে থাকা জ্যাম! ড্রাইভ করছিলাম, অল্প গ্লাস নামানো ছিল। হঠাৎ আমার হাতে ব্লেড দিয়ে আঘাত করে, ছোবল দিয়ে আমার হাতে থাকা মোবাইলটা নিয়ে দৌড়ে রাস্তার অপরদিকে পালিয়ে গেলো! মন থেকে যাচ্ছে না ঘটনাটি।’
মিলা আরও বলেন, আমি ঠিক আছি। কব্জি ফুলে গিয়েছে। কিন্তু ঠিক হয়ে আসবে আগামীকালের মধ্যে ইনশাল্লাহ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]