রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
মুক্তাগাছার কিশোরী চাপাই থেকে উদ্ধার
মোঃ আনিসুর রহমান ময়মনসিংহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
প্রেমের টানে মুক্তাগাছা থেকে এক যুবকের হাত ধরে নিখোঁজ হওয়া ১৭ বছর বয়সী কিশোরীকে চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়া ওই কিশোরীর বাড়ি মুক্তাগাছা পৌরসভার মনিরামবাড়ী এলাকায়।পুলিশ জানায়, গত ২৫ জুলাই মুক্তাগাছা মহাবিদ্যালয় এসাইনমেন্টের প্রশ্ন আনতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটানায় ওই কিশোরীর ভাই ২৬ জুলাই মুক্তাগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করে।সাধারণ ডায়রীর প্রেক্ষিতে ওসি মোহাম্মদ দুলাল আকন্দ তথ্য প্রযুক্তির ব্যবহার করে কিশোরীর বর্তমান অবস্হান সনাক্ত করেন। কিশোরীর অবস্হান সনাক্তকরণে তথ্য প্রযুক্তি ব্যবহারে সহযোগিতা করেন রাজশাহী রেঞ্জ অফিসের পুলিশ সুপার মোহাম্মদ শাজাহান মিয়া ও অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) ময়মনসিংহ জনাব মোঃ আলাউদ্দিন । তথ্য প্রযুক্তির সহায়তায় ওসি মোহাম্মদ দুলাল আকন্দ জানতে পারেন নিখোঁজ কিশোরী চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা বিশ্বনাথপুর এলাকায় অবস্হান করছে মর্মে শিবগঞ্জ থানাকে অবহিত করা হয় এবং কিশোরীকে উদ্ধারে সহযোগিতা চাওয়া হয়। পরে বিষয়টির সত্যতা যাচাই ও কিশোরীকে উদ্ধারের জন্য ২৭ জুলাই মুক্তাগাছা থানা পুলিশের এস আই রফিকুল ইসলামের নেতৃত্বে একটি টিম শিবগঞ্জ উপজেলায় রওনা হয়। তারপর শিবগঞ্জ থানার এসআই রফিকুল ইসলামের সহযোগীতায় সোর্সের মাধ্যমে নিখোঁজ কিশোরীর অবস্থান নির্ণয় করে ওই লম্পট ও বিবাহিত যুবকের বাড়ি থেকে মঙ্গলবার রাতে তাকে উদ্ধার করে শিবগঞ্জ থানায় নিয়ে আসা হয়। শিবগঞ্জ থানায় নিয়ে আসার পর মুক্তাগাছা থানার এসআই রফিকুল ইসলামের কাছে তাদের হস্তান্তর করা হয়। পরে বুধবার মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ নিখোঁজ কিশোরীকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করেন এবং আটককৃত বিবাহিত লম্পট যুবকের নামে কিশোরীর ভাই অভিযোগ দায়ের করলে মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ দুলাল আকন্দ অভিযোগটি আমলে নিয়ে মামলা রুজু করেন এবং তাকে বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এসময় কিশোরী জানায় তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকের মাধ্যমে তাদের সম্পর্ক হয় এবং ঐদিন এসাইনমেন্টের প্রশ্নের জন্য বাড়ী থেকে বের হয়ে প্রেমিকের সাথে পালিয়ে যায়। আগে থেকে তার প্রেমিক পিকআপ গাড়ি নিয়ে মুক্তাগাছায় অবস্হান করছিল বলেও জানায় কিশোরী। কিশোরী আরো বলে যে, আমি সেখানে যাওয়ার পর বুঝতে পারি যে প্রতারণার স্বীকার হয়েছি এবং জানতে পারি ছেলেটি বিবাহিত। এ বিষয়ে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন,জিডির প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিখোঁজ কিশোরীর অবস্থান জানতে পেরে মুক্তাগাছা থানার টিম পাঠানো হয়। শিবগঞ্জ থানা পুলিশ ও মুক্তাগাছা থানার একটি টিম যৌথভাবে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও তার প্রেমিককে গ্রেফতার করে নিয়ে আসা হয় এবং কিশোরীর ভাইয়ের দেওয়া অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করে বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি কিশোরীকে চাপাই নিয়ে যাওয়া পিকআপ গাড়ির চালককে খুজে বের করার চেষ্টা চলছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.