রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
মুক্তাগাছায় অগ্রদূত সমাজকল্যাণ পরিষদের, রক্তের গ্রুপ নির্ণয় ও মাস্ক বিতরণ
মুক্তাগাছা(ময়মনসিংহ) প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৮নং দাওগাঁও ইউনিয়নের মহেষপুর তালতলী বাজারে অগ্রদূত সমাজকল্যাণ পরিষদ এর উদ্যোগে সারাদিনব্যাপি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, মাস্ক বিতরণ ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালিত হয়।অগ্রদূত সমাজকল্যাণ পরিষদ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এম.জে.এইচ নোমান এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন এস এম আবু সাইদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রফেসর, বিশিষ্ট চিত্রশিল্পী, প্রিন্টমেকার, গবেষক, লেখক,সম্পাদক ও "এফ রহমান অ্যান্ড কে নেসা ওয়েলফেয়ার ফাউন্ডেশন" র চেয়ারম্যান. অধ্যাপক ড. হীরা সোবাহান।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদের সভাপতি শিল্পী রাজন,ময়মনসিংহ বিভাগীয় চারুশিল্পী পর্ষদের সাংগঠনিক সম্পাদক শিল্পী সজিব দে,প্রচার সম্পাদক মীর্জা মান্নান, ঢাকার চারু ও কারুকলা ন্যাশনাল আইডিয়াল স্কুলের সিনিয়র শিক্ষক নাজমুল রাহাতসহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করা হয়। এরপর সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে ড. হীরা সোবাহান বলেন, এই দূর্গম এলাকায় এমন একটি স্বেচ্ছাসেবী সংগঠন থাকতে পারে তা আমি ভাবতেই পারিনি। আর এই সংগঠনের কার্যক্রম গুলো আমার খুবই ভালো লেগেছে। অতীতে তারা বেশ কিছু কর্মসূচি পালন করেছে বলে জানতে পারলাম। তাদের কর্মসূচির মধ্যে মাস্ক বিতরণ, রক্তের গ্রুপ নির্ণয়,আর্থিক অনুদান প্রদান ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানতে পারলাম।এই সংগঠনটি সামনের দিকে এগিয়ে যেতে যেকোন ধরনের পরামর্শ ও সহযোগিতার প্রয়োজন হলে পাশে থাকবেন বলেও তিনি জানান।সংক্ষিপ্ত বক্তব্য শেষে মাস্ক বিতরণ ও রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্বোধন করা হয়। দিনব্যাপী রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত হয়।অগ্রদূত সমাজকল্যাণ পরিষদ এর কার্যকরী পরিষদের সদস্য হাবিবুর রহমান হাসিব,হাবিবুর রহমান, স্বপন সরকার, রাসেল আহমেদ, রেজাউল কবির,মেহদি হাসান ইমন,আর. বি রোমান, কামরুল ইসলামসহ সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.