মোঃ আনিসুর রহমানঃ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নকল মটর বিড়ি বাজারজাত করায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে ঘোগা ইউনিয়নের কালিবাড়ি বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় নকল ব্যা- রোল যুক্ত প্রায় ৬ বস্তা নকল বিড়িসহ ডিলার হাতে নাতে ধরা পড়েন। যেখানে একটি ব্য- রোল কিনতে সরকারকে রাজস্ব দিতে হয় ৯ টাকা ০৯ পয়সা কিন্তু মটর বিড়ি নামক অনুমোদনহীন এ নকল বিড়ি কোম্পানির মালিক সরকারের কাছ থেকে ব্যা- রোল না কিনে ব্যা-রোল ছাড়াই দীর্ঘদিন যাবত বিড়ির বাজারজাত করে আসছিল । যা ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। আদালত পরিচালনাকালে আসামী দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ভবিষ্যতে এরূপ কর্মকা- না করার প্রতিশ্রুতি দেন। আসামীকে উক্ত অপরাধের কারণে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে কারাদ-াদেশ দেয়া হয় ভ্রাম্যমান আদালতে। এ সময় উপস্থিত জনতা নকল বিড়ি সম্পর্কে সচেতন হন এবং ধুমপানে নিরুৎসাহিত হন। ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন মুক্তাগাছা থানা পুলিশ ও আইনে নির্ধারিত অভিযোগ দায়ের করতে ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগন । সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন-আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার কোন বিকল্প নেই। সে লক্ষে তিনি উপজেলার সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]