রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
মুক্তাগাছায় ভিজিএফ চাল বিতরণে ইউএনও,এসিল্যান্ড
মোঃ আনিসুর রহমান মুক্তাগাছা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
মুক্তাগাছায় প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ চাল বিতরণ তদারকি করছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাসুদ রানা। ১৭ ই জুলাই শনিবার উপজেলার কাশিমপুর ও বাশাটি ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। শনিবার দিনভর কাশিমপুর ও বাঁশাটি ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে চালগুলো বিতরণ করা হচ্ছে। ঈদ-উল ফিতরের ন্যায় এবার ঈদ-উল-আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার
ভিজিএফের চাল বিতরণ তদারকি করছেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মনসুর ও সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজস্ট্যাট মাসুদ রানা।১৭ জুলাই শনিবার উপজেলার কাশিমপুর ও বাঁশাটি ইউনিয়নে চাল বিতরণ পরিদর্শনে যান সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা। এসময় তিনি সুবিধাভোগীদের সাথে কথা বলেন এবং সুবিধাভোগীরা কোন প্রকার হয়রানি স্বীকার হচ্ছে কিনা জানতে চান।জানাগেছে, কাশিমপুর ইউনিয়নে ৭৫৩৫ জন, বাশাটি ইউনিয়নে ৭৪২০ জন সুবিধাভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। চাল বিতরণকালে ইউপি চেয়ারম্যান,সচিব এবং স্ব-স্ব ইউনিয়নের ট্যাগ অফিসারসহ ইউপি সদস্যগন উপস্হিত রয়েছেন।অন্যান্য ইউনিয়ন গুলোতেও ভিজিএফের চাল বিতরণ চলমান রয়েছে।সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা বলেন,এবার ঈদেও মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সকল প্রকৃত কার্ডধারী উপকারভোগী যেন পায় সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মুক্তাগাছা স্যার এবং আমি সকল ইউনিয়নেই ভিজিট করছি। মাননীয় প্রধানমন্ত্রীর এ উপহারটুকু প্রকৃত অসহায়দের ঈদ আনন্দকে বাড়িয়ে দিবে। উল্লেখ্য ঈদুল ফিতরের সময় কাশিমপুর ইউনিয়নে ভিজিএফের নগদ টাকা বিতরণকালে প্রায় ৭৫৯৩ জন উটকারভোগীর মাঝে। তখনও শতভাগ উপকারভোগীদের হাতে যেন মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌছানো যায় সেই লক্ষ্যে ৩ দিন সকাল সন্ধ্যা পর্যন্ত তদারকি করে প্রায় ৩৭ লাখ টাকা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার প্রকৃত উপকারভোগীদের হাতে পৌছে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা। ঐ সময় একজনের কার্ড অন্যজন নিয়ে আসা কিংবা একজন ব্যক্তির হাতে ৩০০/৫০০ করে কার্ড হাতে রেখে ভিজিএফের টাকা নিতে আসলেও তারা কেউ টাকা পায়নি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.