রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
মুক্তাগাছায় ভ্রাম্যমান আদালতে নির্মাণকাজ বন্ধ, সরকারি জমি উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ মুক্তাগাছায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে সরকারি জমিতে ঘর নির্মাণ কাজ বন্ধ করে, জমিটি উদ্ধার করলেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট মাসুদ রানা। গত ১৪ ই জুলাই বুধবার অভিযোগের প্রেক্ষিতে উপজেলার দুল্লা ইউনিয়নের মলাজানি মৌজার ইছাখালি বাজার সংলগ্ন সরকারি জমিতে সরেজমিনে তদন্তে যান তিনি। এসময় সেকান্দর আলী ও আবুল হোসেন সরকারি জায়গা দখল করে গৃহ নির্মাণ করছিলেন যার সত্যতা পান সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট মাসুদ রানা।
সরেজমিন তদন্তে সেকান্দর আলী ও আবুল হোসেনের অপরাধ প্রমানিত হয়।যা সরকারি সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করা/ সরকারি কর্মচারীকে তার কর্তৃত্ববলে সম্পত্তি গ্রহনে বাধা দেয়া দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৩ ধারায় শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু ১ জন আসামী পলাতক ও আরেকজন আসামী অভিযোগ অস্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতে কার্যক্রম গ্রহন করা সম্ভব হয়নি বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট মাসুদ রানা। তাই অভিযোগটিকে এজহার হিসেবে গণ্য করতে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ( ওসি) কে লিখিত আদেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
উপজেলাবাসীর উদ্দেশ্যে সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা বলেন, সরকারি সম্পদ সংরক্ষণে সকলকে সম্মিলিভাবে উদ্যোগী হতে হবে এবং সকলের সহযোগিতা পেলে সরকারি সম্পদ সংরক্ষণ করা সম্ভব। সরকারী সম্পদ সংরক্ষণে সকলকে তথ্য দিয়ে সহযোগিতা করতে বলেন তিনি। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন মুক্তাগাছা থানার পুলিশ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.