মোঃ আনিসুর রহমান মুক্তাগাছা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
মুক্তাগাছা থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১১জনকে গ্রেফতার করা হয়েছে। মুক্তাগাছা থানা পুলিশ ঢাকাসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দের দিকনির্দেশনায় এএসআই ঈসমাইল হোসেন ও এসআই ফরহাদ ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মুক্তাগাছা থানাধীন কালিবাড়ি বাজার হইতে ১৯ (উনিশ ) পিচ ইয়াবাসহ ৩জনকে গ্রেফতার করেন।গ্রেফতারকৃতরা হলেন, মন্ডলসেন গ্রামের মৃতঃ আব্দুল আজিজের ছেলে মুছা(২৮), নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ আলম (২৪) ও ঘোগা গ্রামের মনসুর আলীর পুত্র মোহাম্মদ রুহুল আমিন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুক্তাগাছা থানার মামলা নং ১৩(০৬)২১ ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮সালের ৩৬(১)এর ১০(ক) রুজু করা হয়। মুক্তাগাছা থানা পুলিশের এসআই শাশ্বত দত্ত, এসআই আমিনুল ইসলাম, এএসআই সাদিকুর রহমান, এএসআই তুহিন মোল্লা’র একাধিক টিম ঢাকাসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া সাজা পরোয়ানা মূলে ০১(এক)জন, জিআর গ্রেপ্তারি পরোয়ানা মূলে ০৩(জন),সিআর পরোয়ানা মূলে ০৪(চার)জনসহ মোট ৮ জনকে গ্রেফতার করে। ১৭ জুন বৃহস্প্রতিবার পুলিশের অভিযানে মাদক মামলায় ৩ জন অন্যান্য মামলায় গ্রেফতার ৮ জনসহ গ্রেফতারকৃত মোট ১১(এগারো) জনকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, মুক্তাগাছা থানার নিয়মিত অভিযানে মাদক মামলায় ৩ জনসহ অন্যান্য মামলায় গ্রেফতার মোট ১১ জনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি মোহাম্মদ দুলাল আকন্দ।
২১ views