মোঃ আনিসুর রহমানঃমুক্তাগাছায় লকডাউন এর ৫ম দিনে ৪টি মামলায় ৩০০০টাকা জরিমানাদন্ড প্রদান করা হয়েছে। সংক্রমণ প্রতিরোধ আইন ২০১৮ এর ১৮৬০ দণ্ডবিধি অনুসারে তাদেরকে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
এছাড়াও মাদক ০১ জনকে ০৭ দিন ও জুয়া আইনে ০২ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট মাসুদ রানার ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে এই দন্ড প্রদান করা হয়। সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে গত বৃহস্পতিবার । চলমান লকডাউনের ৫ম দিনে প্রতিদিনের ন্যায় সকাল থেকে উপজেলার বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট। সরকারী নির্দেশ অমান্য করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ব্যাতিত অন্যান্য দোকান খোলা রাখা, মাস্ক পরিধান না করা ও অপ্রয়োজনে বাহিরে ঘুরাফেরা করায় তাদেকে জরিমানাদন্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট মাসুদ জানান, সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা ও স্বাস্থ্য বিধি নিষেধ না মানা, অপ্রয়োজনে বাহিরে বের হওয়া ইত্যাদি কারণে দণ্ড আরোপ করা হয়েছে। এছাড়া মাদক ও জুয়া আইনে ৩ জনকে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। তিনি মুক্তাগাছাবাসীর উদ্দেশ্যে বলেন, নিজে এবং পরিবারকে নিরাপদে রাখতে প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে যাবেননা। নিরাপদ দূরত্ব বজায় রাখুন, মাস্ক পরিধান করুন, নিজে নিরাপদ থাকুন এবং আপনার পরিবারকে নিরাপদ রাখুন ও সকলেই সুস্থ থাকুন। ৫ম দিনে লকডাউন বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী ও মুক্তাগাছা থানা পুলিশ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্যাট মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
১৬ views