মোঃ আনিসুর রহমান মুক্তাগাছা প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
ময়মনসিংহের মুক্তাগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। ২৮ মে শুক্রবার মুক্তাগাছা আর.কে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেষ ফজিলাতুন্নেছা মুজিব” জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১ বালক/বালিকা অনূর্ধ্ব-১৭ -এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মনসুর। অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তাগাছা পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন সরকার। আরও উপস্থিত ছিলেন, মুক্তাগাছা উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আলহাজ্ব আরব আলী, মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ।অতিথিগন তাদের বক্তব্যে বলেন, বতর্মান করোনা মহামারিতে স্কুল কলেজ বন্ধ হয়ে যাওয়ায় যুবসমাজ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড ও মাদকে আসক্ত হয়ে পড়ছে। এই সকল শিক্ষার্থীদের বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড মাদক থেকে দূরে রাখতে এবং মানসিক বিকাশ ঘটাতে খেলাধুলা অপরিহার্য হয়ে দাড়িয়েছে। তাই মুক্তাগাছার স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের কথা চিন্তা করে এই ফুটবল খেলাধুলার আয়োজন করা হয়েছে বলে অতিথিগন তাদের বক্তব্যে উল্লেখ করেন। বক্তাগন আরো বলেন, আপনার সন্তান কোথায় যাচ্ছে এবং কার সাথে মিশে লক্ষ্য রাখুন। অভিভাবকদের উদ্দেশ্যে বক্তারা বলেন,নিজ সন্তানদের দিকে নজর রাখুন এবং তাদের খেলাধুলার প্রতি মনোযোগী হতে বিশেষভাবে উৎসাহিত করুন।
১১ views