মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি, দৈনিক শিরোমণিঃ দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের ওপর সচিবালয় কক্ষে আটকে রেখে হামলা, মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে এক সভা অনুষ্ঠিত হয়।মুক্তাগাছা প্রেসক্লাব আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মুক্তাগাছা প্রেসক্লাবের আহবায়ক মোঃ শামসুদ্দিন মাস্টার। প্রেসক্লাবের সদস্য সচিব শফিক সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক সিরাজুল হক সরকার, ফেরদৌস আলম, আবু ছালেহ মোঃ মূছা, এম ইদ্রিছ আলী, এম ইউসুফ, তাজুল ইসলাম, রাশিদুল আলম শিমুল, ফেরদৌস তাজ, হোসাইন আহমেদ সুলভ, কামরুল হুদা আকন্দ বাবলু, এনামুল হক, মাহমুদুল হাসান রাজিব, খাইরুল ইসলাম প্রমুখ।সভায় বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তিসহ তাকে হেনস্তা ও মিথ্যা মামলাকারী সরকারি আমলাদের আইনের মাধ্যমে বিচারের দাবি জানান। স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবি জানান। বক্তারা আর বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন নেছা বেগম কে চাকুরি থেকে অব্যহতি ও স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের জোর দাবি জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]