তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস রোধ করে আগামী প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে ডিজিটাল আর্কাইভ তৈরি করা হবে। মুক্তিযুদ্ধের তথ্য-উপাত্তের কপিরাইট জালিয়াতি ঠেকাতে আইসিটি বিভাগের ফ্যাক্ট চেকিং টুলস ব্যবহার করা হবে।
প্রতিমন্ত্রী আজ প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা জানান।
আইসিটি প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভসহ সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে মিলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের ইন্টারঅ্যাক্টিভ ডিজিটাল আর্কাইভ তৈরি করতে যাচ্ছে সরকার।
স্বাধীনতা বিরোধীরা চক্র এখনো অনলাইন প্ল্যাটফর্মে মুক্তিযুদ্ধসহ সরকারবিরোধী অপপ্রচারের মাধ্যমে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সাইবার সিকিউরিটিকে সুসংহত করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে আইসিটি বিভাগ।
‘মুক্তিযুদ্ধ বিষয়ক অনলাইন কনটেন্ট বনাম তথ্য-বিভ্রাট ও গুজব বিড়ম্বনা’ শীর্ষক ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মুক্তিযুদ্ধ গবেষক অমি রহমান পিয়াল।
ওয়েবিনারে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন র্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বেসিস এর সভাপতি সৈয়দ আলমাস কোভিদ, বিসিএস এর সভাপতি শাহিদ-উল-মুনীর, প্রফেসর ড. লাফিফা জামাল বক্তব্য রাখেন।
পরে প্রতিমন্ত্রী টিএমজিবি সংগঠনের অফিশিয়াল ওয়েবসাইট http://www.tmgb.org উদ্বোধন করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]