রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২১ ডিসেম্বর ২০২৪ | ৬ পৌষ ১৪৩১ | ১৮ জমাদিউস সানি ১৪৪৬
মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের মানববন্ধন
রবিউল হাসান রাজিব, ফরিদপুর জেলা প্রতিনিধি : গত ২৩ শে ফেব্রুয়ারি ঢাকার শাহবাগে মুক্তিযোদ্ধাদের কর্মসূচি পালনকালে পুলিশের অতর্কিত হামলা ও জলকামান এর প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদপুর জেলা কমান্ড কাউন্সিলের উদ্যোগে এক মানববন্ধন আজ ২৭শে ফেব্রুয়ারী সোমবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়েছে।
এতে মোহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল, ফরিদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা খন্দকার মঞ্জুর আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বেপারী, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক রুমন চৌধুরি ও সৈয়দা সাদিয়া প্রমূখ।
সভায় বক্তারা ২৩ শে ফেব্রুয়ারি ঢাকার শাহবাগে মুক্তিযোদ্ধাদের উপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
তারা একই সাথে মুক্তিযোদ্ধাদের উপরে হামলা জাতির উপর হামলা বলে সভায় জানানো হয়। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী যখন মুক্তিযোদ্ধাদের উন্নয়নে মাসিক ভাতা ২০,০০০ (বিশ হাজার) টাকার ঘোষণা দিচ্ছেন এবং তাদের উন্নয়নে কাজ করছেন । সেখানে একটা কুচক্রী মহল মুক্তিযোদ্ধাদের কার্যক্রমকে বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন তারা তার বিচার দাবি করেন। তারা অবিলম্বে মুক্তিযোদ্ধাদের ৭ দফা দাবি মেনে নেয়ার সরকারের নিকট আহ্বান জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.