কপিল দেব মৌলভীবাজার জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মৌলভীবাজারে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আটদিনব্যাপী ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’য় ২৩শে (মার্চ) বুধবার ৭ম দিন রাতে ‘মুক্তিযুদ্ধের অর্জন” আগামী প্রজন্মের বীরদের প্রতি আহ্বান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।অনুষ্ঠানে আগামী প্রজন্মের কিশোর-তরুণদের সামনে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে তথ্য-্উপাত্ত তুলে ধরা হয়।
মুক্তিযুদ্ধের অর্জন এবং ভবিষ্যতের নাগরিকদের করণীয় সম্পর্কে আলোচনা করেন বক্তারা। উক্ত আলোচনা অনুষ্ঠানে জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার ও কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ।মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার যৌথভাবে বাস্তবায়ন করে জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা শিশু একাডেমি এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ড।উক্ত আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
০ views