রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ২৯ নভেম্বর ২০২৪ | ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
মুজিব শতবর্ষ উপলক্ষে শিক্ষার গুণগতমান উন্নয়ন শীর্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা উচ্চ বিদ্যালয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে শিক্ষার গুণগতমান উন্নয়ন শীর্ষক- অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ক্ষেতলাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল।বড়তারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোজাফফর হোসেন এর সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদি হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বড়তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের আকন্দ, সাবেক জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও জামুহালি দাখিল মাদ্রাসার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ীক আনোয়ার হোসেন, বড়তারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মোখলেছার রহমান,বিদ্যালয়ের বিএসসি শিক্ষক আব্দুর রশিদ,বিএসসি শিক্ষক মোঃ আবু কালাম আজাদ, বিদ্যালয়ের এমএসসি শিক্ষিকা মোছাঃ শাহিনা আক্তার শিল্পী, মোঃ সুজাউল ইসলাম(মাষ্টার)। অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, ১০ম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক ও ভেটেনারি চিকিৎসক মোঃ ফিরোজ হোসেন, ৯ম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক মো.রেজাউল ইসলাম এবং ১০ম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবক মোছাঃ জাকিয়া সুলতানাসহ প্রমুখ।রেজাউল ইসলাম তার বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোস্তাকিম মন্ডলের মাধ্যমে মাননীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির নিকট দাবি করেন, বিদ্যালয়ের মান উন্নয়নে পাশাপাশি যেন এই বিদ্যালয়কে সরকারিকরণ করা হয় এবং একইসাথে যেন একটি কলেজও প্রতিষ্ঠা করা হয়,যাতে এই এলাকার ছাত্র-ছাত্রীরা আরও শিক্ষামুখী হয় ও উন্নত শিক্ষার সুযোগ হয়।জাকিয়া সুলতানাও এই বিদ্যালয়ে একটি কলেজ স্থাপনের জোর দাবি জানান।এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্ষেতলাল সাঈদ আলতাফুন্নেচ্ছা কলেজের সাবেক ছাত্রনেতা এস,এম তুহিন,আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রাজিবুল ইসলাম রাজু, এমদাদুল হক, সাংবাদিক এস,এম মিলন,সাংবাদিক মুহাম্মদ আমানুল্লাহ আমান,অভিভাবকবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীসহ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী শাম্মি আক্তার মিলির মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.