সুমন হোসেন,বিশেষ প্রতিনিধি, মুন্সিগঞ্জ:মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসত ঘর পুড়ে ছাই ও অপর একটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে,বিদেশ গমনের জন্য তৈরিকৃত পাসপোর্ট ও জমানো ১লক্ষ টাকাসহ ৩ লক্ষাধিক টাকার ক্ষতি।আজ বুধবার(২৮ ডিসেম্বর)বিকাল ৩টার সময় উপজেলার আউটশাহী ইউনিয়নের বলই গ্রামে এই ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত রতন মোল্লা জানান,আমি আমার স্ত্রীর অসুস্থতার কারণে গত চার দিন পূ্র্বে শ্বশুর বাড়ি তৌলকাই গিয়ে সেখান থেকে চিকিৎসার জন্য ঢাকায় যাই,ঢাকা থেকে চিকিৎসা নিয়ে গতকাল শ্বশুর বাড়ি আসি,আজকে দুপুরের খাবার খেয়ে বাড়ীর উদ্দেশ্যে রওনা দিলে বলই বাস স্ট্যান্ড পর্যন্ত আসলে শুনতে পাই আমাদের বাড়ীতে আগুন লাগছে,দ্রুত বাড়ীতে এসে দেখি আমার ঘর পুড়ে ছাই হয়ে গেছে,আমার শরীরের থাকা গেঞ্জি ছাড়া কিছুই রইলোনা,তিনি আরও জানান,আমার বিদেশ যাওয়ার জন্য আলমারিতে রাখা ১লক্ষ টাকা ও পাসপোর্ট ছিলো সেগুলো আমার ঘর ও ঘরে থাকা সমস্ত জিনিস পত্র পুড়ে ৩ লক্ষাধিক টাকার অধিক ক্ষতি হয়েছে।স্থানীয় শাহজাহান খান জানান আমি ভোরন্ডা দাওয়াত খাইতে গিয়েছিলাম ফোনে খবর পেলাম মোল্লা বাড়ী আগুন লাগছে তাৎক্ষনিক এক সাংবাদিক ছোট ভাই থেকে ফায়ার সার্ভিসের নাম্বার নিয়ে কল দেই পরে এসে দেখি অগ্নিকাণ্ডের ঘটনায় রতন মোল্লার ঘর পুড়ে ছাই হয়ে গেছে ও পাশে তার চাচা আনোয়ার মোল্লার ঘরে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে,ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দুটি ঘরকে অগ্নিকান্ডের ক্ষতি থেকে রক্ষা করার চেষ্টা করলেও রতন মোল্লার ঘরকে রক্ষা করতে ব্যর্থ হয়,আনোয়ার মোল্লার ঘরে সামান্য আগুন লাগায় সেটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়,বিদ্যুৎএর সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে জানান তারা।টংঙ্গীবাড়ী ফায়ার স্টেশন ভারপ্রাপ্ত ইনচার্জ কয়েস আহমেদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১৫মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই,একটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে,অপর একটি ঘরের আংশিক ক্ষতি হয়েছে,ক্ষতি থেকে রক্ষা করা হয়েছে প্রায় ৮ লক্ষ টাকার সম্পদ,এছাড়া ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষাধিক টাকার সম্পদ।