রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
মুন্সীগঞ্জ সিরাজদিখানে ইছামতি নদীতে দখলের অভিযোগ
স্থানীয়রা জানান,শিবলু সরদার দলীয় ব্যানার ব্যবহার করে নদীর পাড়ের সরকারী জায়গা দখল করে ঘর নির্মান করেন।তিনি স্থানীয় যুবলীগ নেতা হওয়ায় তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।কেউ প্রতিবাদ করলে তাদের মামলা হামলার ভয় দেখান তিনি।
সরকারী জমি দখল করে ঘর নির্মাণের বিষয়ে শিবলু সরদার এর কাছে জানতে চাইলে তিনি বলেন,মুলত আমি এখানে ঘর উত্তোলন করি নাই।আমি সাবেক মেম্বার মান্নানের কাছ থেকে ঘরটি ভাড়া নিয়েছি।ঐ জায়গা মান্নান মেম্বারের লীজকৃত।এই জমি সরকারী লীকৃত কিনা এই বিষয়ে ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মান্নান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার লব্ধের সরকারী জমি আমিই ভোগ করবো।সরকারের যখন প্রয়োজন সরকার নিয়ে যাবে।আপনার সমস্যা হলে সরকারের কাছে অভিযোগ করেন।রাজানগর ইউনিয়ন যুবলীগের সভাপতি হোসেন আলী খান বলেন, যুবলীগের ব্যানারে কিছু করার সুযোগ নাই। আমি শিবলু সরদারকে জিজ্ঞেস করেছিলাম। শিবলু আমাকে বলে সে নাকি পাশের জমির মালিক মান্নান মেম্বারের সাথে সম্বনয় করে ঘর তুলেছেন।রাজানগর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান বলেন,আমি শুনছি ঐ জায়গা মান্নানের। শিবলু ও মান্নান উভয়ে পরস্পর আত্মীয় স্বজন তারা সম্বনয় করে ঘর তুলেছে।এব্যাপারে রাজানগর ইউনিয়ন সহকারী তহসিলদার রফিকুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি আগামীকাল ঘটনাস্থলে গিয়ে দেখি।যদি সরকারী জমি হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.