আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এক মিনিট নিরবতা পালন ও বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি।স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ এনামুল আহসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন,মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব,সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ
প্রফেসর মো:আব্দুল হাই তালুকদার,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)হোসাইন মো:আল জুনায়েদ।আরও বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলা চেয়ারম্যান আনিছুজ্জামান,বীর মুক্তিযোদ্ধা এম.এ.কাদের মোল্লা,মুন্সীগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী তহুরা জামান,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মীর নাসির উদ্দীন উজ্জ্বল জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানা তাহমিনা,প্রমুখ।উপস্থিত ছিলেন,জেলা অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)সুমন দেব,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)ইয়াসিনা ফেরদৌস,রামপাল ইউনিয়নের চেয়ারম্যান বাচ্চু শেখ,মিরকাদিম পৌর আওয়ামীলীগের সভাপতি শহিদুল
ইসলাম শাহিন প্রমুখ।