রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
মুরাদনগর সাংবাদিক রোজিনার মুক্তি দাবিতে মানববন্ধন
অনিক হাসান,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
স্বাস্থ্য মন্ত্রণালয়ে সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন ও হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লার মুরাদনগর উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কে এ মানববন্ধনের আয়োজন করে মুরাদনগর প্রেসক্লাব।বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, সরকার উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই উন্নয়নকাজকে বাধাগ্রস্ত করতে প্রশাসনে ঘাপটি মেরে থাকা একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। তাদের দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ড লুকাতে আমাদের সহকর্মী রোজিনা ইসলামকে নির্যাতন করেছে। সচিবালয়ে যারা আমাদের সহকর্মীর ওপর নির্যাতন করেছে, তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জোর দাবি জানানো হয়। পাশাপাশি রোজিনা ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গোপন নথি চুরির যে মিথ্যা মামলা দেয়া হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় মুরাদনগর উপজেলার সকল সাংবাদিকসহ সারাদেশের সাংবাদিকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- দৈনিক সমকালের প্রতিনিধি বেলাল উদ্দিন আহাম্মেদ, মোহনা টিভির প্রতিনিধি তৌহিদুর রহমান, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি জালাল আহাম্মেদ, দৈনিক সরেজমিন বার্তার কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি কেএম শারফিন, দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা মোশাররফ হোসেন মনির, দৈনিক সংগ্রামের প্রতিনিধি আবু ইউছুফ, দৈনিক যুগান্তরের প্রতিনিধি সুমন সরকার প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন- মুরাদনগর প্রেসক্লাবে সকল সদস্য বিন্দু
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.