মো : তুহিন সরদার,মুলাদী, বরিশাল : মুলাদীতে জমি দখলে বাধা দেওয়ায় প্রতিপক্ষরা হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের মৃত মোহাম্মাদ আলী বিশ্বাসের পুত্র এমদাদুল হক বিশ্বাসকে একই এলাকার হারুন হাওলাদার ও তার লোকজন হত্যার হুমকি দেয়। এ ঘটনায় এমদাদুল বিশ্বাস বাদী হয়ে মুলাদী থানায় অভিযোগ দায়ের করেছেন। জানাগেছে ১৯৭৫ সালে এমদাদুল হক বিশ্বাসের পিতা তার মা সুফিয়া বেগমের নামে চরকমিশনার মৌজায় ২৯শতাংশ জমি ক্রয় করে। সুফিয়া বেগমের মৃত্যুর পরে এমদাদ বিশ্বাস ও তার ভাইয়েরা ওই জমি ভোগদখল করতে থাকে। কিছুদিন আগে একই এলাকার হারুন হাওলাদার ও তার লোকজনের ওই জমিতে নজর পড়ে। গত ২মার্চ হারুন হাওলাদার ওই জমিতে পাকা ভবন নির্মাণ শুরু করলে এমদাদ বিশ্বাস তাদের বাধা দিলে তাকে মারধর ও প্রকাশ্যে খুন জখমের হুমকি দেয়। এতে ভীত হয়ে এমদাদ বিশ্বাস মুলাদী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মুলাদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবন নির্মানের কাজ বন্ধ করে দেয় এবং সালিশ বৈঠকের মাধ্যমে সমাধানের নির্দেশণা দেন। এ ব্যাপারে মুলাদী থানার কর্মকর্তা ইনচার্জ ফয়েজ উদ্দীন মৃধা জানান শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিরোধীয় জমির মালিকানা নিস্পত্তি না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]