মো : তুহিন সরদার, মুলাদী, বরিশাল : মুলাদীতে মৃধারহাট-ভেদুরিয়া খেয়াঘাটের ইজারা প্রদান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে খোলা দরপত্রে সর্বোচ্চ দরদাতা হিসেবে মোঃ ছালাম মুন্সী ওই খেয়াঘাটের ইজারা পেয়েছেন। জানাগেছে মুলাদী তথা বরিশালের সাথে রাজধানী ঢাকার যোগাযোগের গুরুত্বপূর্ণ মৃধারহাট-ভেদুরিয়া খেয়াঘাটের দরপত্র আহ্বান করা হলে মুলাদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ২জন এবং বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে ১জন দরপত্র জমা দেন। বৃহস্পতিবার দরপত্র জমার শেষ দিন বিকাল ৪টার পরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় ও মুলাদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দরপত্র খেলা হয়। এতে সর্বোচ্চ দরদাতা ভেদুরিয়া গ্রামের মৃত আবদুল মজিদ মুন্সীর ছেলে মোঃ ছালাম মুন্সী ৮ লক্ষ ৫১ হাজার টাকায় খেয়াঘাটের ইজারা পান। এ ছাড়া চরকালেখান ইউনিয়নের ষোলঘর গ্রামের মৃত সিরাজুল ইসলাম সরদারের ছেলে রফিকুল ইসলাম ৬ লক্ষ ১৫ হাজার টাকার দরপত্র জমা দিয়েছিলেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস। নতুন ইজারাদার সরকারি নিয়ম মেনে সাধারণ যাত্রীদের সুবিধার্থে খেয়াঘাট পরিচালনা করবেন বলে প্রত্যাশা করেছেন স্থানীয়রা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]