মুদালি উপজেলা প্রতিনিধি: মুলাদীর মীরগঞ্জে আবারও বেপরোয়া সাদেক আব্দুল্লাহ অনুসারী আব্বাস গ্রæপ, পৌর যুবদল সদস্য সচিবের উপর হামলা অভিযোগ।
জানাগেছে, মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের মৃত আঃ রব হাওলাদারের পুত্র আব্বাস হাওলাদার ও তার লোকজন দীর্ঘ ১৭ বছর যাবত বরিশাল সিটিকর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাদেক আব্দুল্লাহর অনুসারী হয়ে মীরগঞ্জ খেয়াঘাটে রাম রাজত্বের কায়েম করে হিজলা-মুলাদী-কাজিরহাট থানার মানুষকে জিম্মি করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর গোল পাল্টে আব্বাস নিজেকে বিএনপি দাবী করে পুনরায় মীরগঞ্জ ঘাটে বহাল তবিয়াতে তার জুলুম নির্যাতন চালিয়ে আসছে।
তার এহেন জুলুম নির্যাতনের প্রতিবাদ করতে গিয়ে বিগত দিনে অনেক মানুষ তার হাতে লাঞ্চিত হয়েছে এবং অনেকের কাছ থেকে টাকা-পয়সা, মোবাইল ছিনিয়ে নেয়া হয়েছে। কাজিরচর ইউনিয়নে বিএনপির ফরম বিতরণ অনুষ্ঠানে যোগ দিতে আসা লোকজনও তার হামলার স্বীকার হয়েছে বলে অভিযোগ রয়েছে।
মীরগঞ্জ ঘাটের মাহিন্দ্র ও অটো গাড়ী নিয়েও আব্বাস গংদের রযেছে একটি সিন্ডিকেট। এরই ধারাবিহকতায় গতকাল মঙ্গলবার মুলাদী পৌরসভা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শাওন হাওলাদার পরিবারের সদস্যদের নিয়ে মীরগঞ্জ ফেরিঘাট দিয়ে বাড়ী ফেরার পথে তার উপর হামলা চালায় আব্বাস ও তার লোকজন। এঘটনায় মুলাদী বিএনপির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
Notifications