জামালপুর সংবাদদাতা \: জামালপুরের মেলান্দহ হাসপাতালের বহুল আলোচিত নারী চিকিৎসক সুলতানা পারভীনের মৃত্যুর ঘটনায় অপর চিকিৎসক শাহাদাৎ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে ১০অক্টোবর তাকে জামালপুর কোর্টে প্রেরণ করেছে।
অফিসার ইনচার্জ রেজাউল করিম খান জানান-তদন্তচলাকালে সন্দেহভাজন হিসেবে ডাক্তার শাহাদাৎ হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়। জিজ্ঞাসাবাদ শেষে পরদিন ১০ অক্টোবর তাকে কোর্টে চালান দেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য যাচাইবাছাই করা হচ্ছে। অচিরেই ডাক্তার সুলতানা পারভীনের মৃত্যুর রহস্য উন্মোচন হবে।
উল্লেখ্য, গত ১৬ আগস্ট সন্ধ্যার দিকে মেলান্দহ হাসপাতালের কোয়ার্টার থেকে গাইনী ডাক্তার সুলতানা পারভীনের লাশ উদ্ধার করা হয়। ২২ আগস্ট ডাক্তার সুলতানা পারভীনের ভগ্নিপতি আসাদুল হাফিজ চৌধুরী বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।
ডাক্তার শাহাদাৎ হোসেনের জন্মস্থান মেলান্দহ উপজেলার আদ্রা গ্রামে। তাঁর পিতা ফজলুল হক এবং মাতা সুরাইয়া বেগম আলো উভয়ই মেলান্দহ ফ্যামিলি প্ল্যানিংয়ের ভিজিটর ছিলেন। মেলান্দহ পৌরসভার আদিপৈত এলাকায় তাদের বাসাবাড়িও আছে। শাহাদাৎ হোসেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনী ডাক্তার হিসেবে কর্মরত আছেন। জামালপুর শহরের শহীদ হারুন সড়কের ভাড়াটে বাসায় থাকতেন। শাহাদাৎ হোসেন বিয়ে করেন ঢাকার বিক্রমপুরের মেয়ে ডা.খুশওয়াতুল জাহানকে। খুশওয়াতুল জাহান আনোয়ারা মডেল থানা স্বাস্থ কমপ্লেক্সে কর্মরত আছেন। তাদের ঘরে ২ছেলে ১মেয়ে আছে। ডাক্তার শাহাদাৎ হোসেনের পিতা ফজলুল হকের দাবি ডা. সুলতানা পারভীনের মৃত্যুর পিছে তাঁর ছেলের কোন সম্পৃক্ততা নেই। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। #
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]