জামালপুরের মেলান্দহে ধর্ষণ-নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ আজ ৮ অক্টোবর বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।
শহিদ সমর থিয়েটার, টুপকারচর, জালালপুর থিয়েটার, সার্চ মানবাধিকার সোসাইটি, পুর্ণিমা সমাজ উন্নয়ন সংস্থা, তারুণ্য সোশ্যাল অর্গানাইজেশনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন যৌথভাবে এর আয়োজন করে।
মানববন্ধন শেষে ইউএনওর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এরপর উপজেলা পরিষদ গোল চত্বরে শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ চেয়ারম্যান, প্রখ্যাত নাট্যকার ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলির সদস্য আসাদুল্লাহ ফারাজী, গ্রাম থিয়েটারের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক রেজাউল করিম লেবু মাস্টার, শহীদ সমর থিয়েটারের সভাপতি আবুল মনসুর খান দুলাল, সাবেক সভাপতি আব্দুল্লাহ মোল্লা, উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মহব্বত আলী ফকির, টুপকারচর থিয়েটারের সভাপতি মমিুল ফারাজী, জালালপুর থিয়েটারের সভাপতি এসএম আব্দুল্লাহ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহ্ জামাল, সার্চ মানবাধিকার সোসাইটি জামালপুর জেলা শাখার সভাপতি নূরুল্লাহ, পুর্ণিমা সমাজ উন্নয়ন সংস্থার উপনির্বাহী পরিচালক মেহেদী হাসান প্রমুখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]