হুমায়ুন কবির মাসুদ ঃ আসন্ন জামালপুরের মেলান্দহ পৌর নির্বাচনকে ঘিরে আ’লীগে একাধিক প্রার্থীর প্রচারণা চল্লেও নেই বিরোধী দলীয় কোন প্রার্থীর প্রচারণা। ক্ষমতাসিন দল আ’লীগের দলের মনোনয়ন নিতে লবিং-গ্রুপিং চলছে সমান তালে। আওয়ামীলীগের মনোনয়ন পেতে বিভিন্ন স্থানে পোষ্টার ওফেস্টুন লাগিয়ে আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। যা মেলান্দহ পৌরসভার বিভিন্ন এলাকাও বিশেষ করে সামাজিক মাধ্যম এসব চিত্র দেখা যায়। তবে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের কোন ধরণের তৎপড়তা এখনও দেখা যায়নি। সামাজিক দিক থেকে সকলেই এমন একজন মেয়রকে দাবি করছেন যিনি মেলান্দহ পৌরসভার আরও উন্নতি করবে এবং বিশেষ করে মেলান্দহ বাজার এলাকা যাতে অল্প বৃষ্টিতে ডুবে না যায় এই ব্যবস্থা করবে। আর তাদের সাথে সুসম্পর্ক ও সব সময় পাশে পাবে এমন একজন মেয়রের দাবি করছেন পৌরবাসি।
আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বর্তমান মেয়র শফিক জাহেদী রবিন, উপজেলা আ’লীগের সহসভাপতি মোঃ লোকমান ফারাজী, সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মনিরুজ্জামান জুয়েল, পৌর আ’লীগের সহসভাপতি মামুনপারভেজ মুকুল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হেলালকে এখন পর্যন্ত মাঠে সক্রিয় দেখা গেছে। এ ছাড়াও সাবেক মেয়র ও সাবেক মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এবং সদ্য আ’লীগে যোগদানকারি হাজী দিদার পাশার নামও শোনা যাচ্ছে।
আ’লীগের একাধিক প্রার্থীর প্রচারণা থাকলেও বিএনপি কিংবা অন্য কোন রাজনৈতিক দলের কোন প্রার্থীর প্রচারণা নেই। এমনকি অন্য কোন দলের প্রার্থী হবে কি না তারও কোন নিশ্চয়তা নেই। লেখক-শিক্ষার্থী গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগ, ড্যাফুডিল ইউনিভার্সিটি, ঢাকা।