স্প্যানিশ তারকা সার্জিও রামোস বুধবার বলেছেন, নিজের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার লিওনেল মেসির আছে এবং তকে সে সিদ্ধান্ত নেয়ার অধিকার দেয়া উচিৎ। দীর্ঘ দুই দশক কাটানোর পরও আর্জেন্টাইন এই সুপারস্টারকে দল ছাড়তে বাঁধা দিচ্ছে বার্সেলোনা। ঘরোয়া এবং ইউরোপীয় লড়াইয়ে রিয়াল মাদ্রিদ তারকা রামোসের অন্যতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন মেসি। এই দুই জনের বয়সও প্রায় সমান। লা লিগার শিরোপা জয়েও দুইজন লাভ করেছেন প্রায় সমান সম্মান।
বিগত ১৬ বছর ধরে দুই জনের দল দুটি ভাগাভাগি করে জিতে আসছে লা লিগার শিরোপা। জাতীয় দলের হয়ে উয়েফা নেশন্স লিগের ম্যাচ খেলতে স্টুটগার্ড সফররত এই স্প্যানিশ বলেন, 'নিজের ভবিষ্যৎ গড়ার অধিকার তার (মেসি) আছে। তবে যথার্থ সেরা পথেই তিনি এটি করছেন কিনা আমি জানিনা। স্প্যানিশ ফুটবল, বার্সেলোনা এবং আমাদের ক্ষেত্রে সবাই চায় সেরাটিকে জয় করতে। আমরাও চাই সে এখানেই থাকুক।'
৩৪ বছর বয়সী রামোস মনে করেন সর্বকালের সেরা ফুটবলাররা চলে যাওয়া মানে স্প্যানিশ ফুটবলের জন্য এক বিশাল ক্ষতি। তার ভাষায়, 'লিও নিজ দলের পাশাপাশি স্প্যানিশ লিগকেও সমৃদ্ধ করেছেন। এল ক্লাসিকোকে আরো সৌন্দর্যমন্ডিত করে তুলেছেন। কারণ আপনি চাইবেন সেরা দলটির বিপক্ষে জয় পেতে। আর তিনি হচ্ছেন বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার তার অবশ্যই আছে।'
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]