মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলায় ফেনসিডিলসহ ২জনকে আটক করে পুলিশ এবং পুলিশ সদস্য আহত হয়। মেহেরপুরের গাংনীতে ২শ৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বামন্দি পুলিশ। এ সময় এএসআই শরিফুল ইসলাম আহত হন। রবিবার (৩ এপ্রিল-২২) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ভরাট বিলপাড়া থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলো- গাংনী উপজেলার ওলিনগর গ্রামের সুলতান হকের ছেলে আবুল কালাম আজাদ(৩৬) ও তেরাইল গ্রামের মোতাহার বিশ্বাসের ছেলে মেসের আলি(৫০)। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, মেহেরপুরের গাংনী উপজেলার ভরাট বিলপাড়া দিয়ে বিপুল পরিমাণ মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী পুলিশের এএসআই শরিফুল ইসলাম ও কনস্টেবল রাকিবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২শ৫০বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করে। এসময় তাদের আটক করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের সাথে ধস্তাধস্তিতে পুলিশের এএসআই শরিফুল ইসলাম আহত হন। আটককৃত আবুল কালাম আজাদের বিরুদ্ধে ইতিপূর্বে আরো ১২টি মাদক মামলা রয়েছে। আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা পূর্বক জেল হাজতে প্রেরণ করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]