রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৬ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ১৩ এপ্রিল ২০২৫ | ৩০ চৈত্র ১৪৩১ | ১৪ শাওয়াল ১৪৪৬
মেহেরপুরের ডাকাত আরিফ ফুলপুরে গ্রেফতার
ময়মনসিংহের ফুলপুর থানার চুরির মামলায় মেহেরপুরের কুখ্যাত ডাকাত আরিফকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন এমসি বাজার এলাকা হইতে তাকে ফুলপুর থানা পুলিশ গ্রেফতার করে। সে মেহেরপুরের পিরোজপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে। বর্তমানে গাজীপুরের শ্রীপুর থানার মুলাইদ এলাকায় সুফিয়া ফ্যাক্টরী সংলগ্ন আফাজ উদ্দিনের বাসার ভাড়াটিয়া ছিল।জানা যায়, ময়মনসিংহের সুযোগ্য পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভুঞা পিপিএম এর নির্দেশনায়, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের তত্বাবধানে ফুলপুর থানার মামলা নং-৩১, তাং-২২/১১/২০২২ ইং ধারা- ৩৭৯ দন্ডবিধি এর তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মোফাখখির উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে মোটর সাইকেল চুরির ঘটনায় জড়িত আসামী হিসেবে আরিফ মিয়া ওরফে আরিফ ডাকাত (৪৫)কে বুধবার রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন এমসি বাজার এলাকা হইতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আরিফ ডাকাতকে পুলিশ রিমান্ডের আবেদনসহ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আরিফ মেহেরপুরসহ বিভিন্ন থানার ডাকাতি, অস্ত্র, চুরি ও বিস্ফোরকসহ ১২ টির অধিক মামলার আসামী। সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলো।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.