প্রিন্স আরিফ খান, মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুর সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান ৯৭ বোতল ফেনসিডিল ১ কেজি গাঁজাসহ সাব্বির হোসেন ও নাজমুল শাহাদাত শুভ নামের ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার মধ্যরাতে মেহেরপুর সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। আটক মাদক ব্যবসায়ী সাব্বির হোসেন মেহেরপুর শহরের পৌর কলেজ পাড়ার মাহবুব ইসলামের ছেলে এবং নাজমুল শাহাদাত শুভ মেহেরপুর শহরের ফুলবাগান পাড়ার মহসিন আলীর ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রাত দুইটার দিকে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের তেরঘরিয়া টাওয়ারের নিচে ওৎ পেতে থাকে। এ সময় মাদক ব্যবসায়ীর ওই রাস্তা দিয়ে ফেনসিডিল ও গাঁজা নিয়ে মেহেরপুরের দিকে আসার সময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করে।
এ সময় মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে আটক করে। এবং তাদের নিকট থেকে ৯৭ বোতল ফেন্সিডিল এবং ১ কেজি গাঁজা সহ সাব্বির হোসেন ও নাজমুল শাহাদাত শুভকে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২ জনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন পুলিশ সুপারের নির্দেশে মেহেরপুর জেলাকে মাদকমুক্ত করণের লক্ষ্যে আমরা মাদকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছি। তারই ফল হিসাবে রাতে এই ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়।