প্রিন্স আরিফ খান, মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুর সদর থানা চত্বরে পরিত্যাক্ত বোমা নিয়ে খেলতে গিয়ে তা বিস্ফোরণে সাইদ হোসেন (১১) ও রুবেল হোসেন (১১) নামের দুই শিশু আহত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে থানার মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
আহতদের পুলিশ সদস্যরা উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসাপাতালে ভর্তি করে। সাইদ হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার অমৃত সরকার জানান, বোমার আঘাতে দুই শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসে। মধ্যে সাঈদের বোমা বিস্ফোরণের ফলে হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) আজমল হোসেন জানান, আহত দুই শিশু প্রতিনিয়তই থানায় খেলতে আসে। খেলার সময় তারা কৌটার মতো কিছু একটা পেয়ে তা খেলার চেষ্টা করে। এটা ইটের নিচে রেখে আর একটা ইট দিয়ে আঘাত করার পরেই বিষ্ফোরণ ঘটে। থানার মধ্যে মসজিদের পাশে পরিত্যক্ত বোমা দুটি থেকে এ ঘটনা। আমারা তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেছি। ঘটনাটি অনাকাঙ্খিত জানিয়ে তিনি বলেন, তারা এগুলো বাইরে থেকে এনেছিল না ভেতরে ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। উর্দ্ধতন স্যারেরা বিষয়টি পর্যবেক্ষণ করছেন বলেও জানান তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]