মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরে সৃজনশীল অভিযাত্রীর খোঁজে “মোমেনশাহী দর্পণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২২” ও সৃজনশীল সাহিত্য বিকাশে…মোমেনশাহী দর্পণ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩নভেম্বর-২২) বেলা ১২ঘটিকার সময় সৃজনশীল অভিযাত্রীর খোঁজে মোমেনশাহী দর্পণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২২ ও সৃজনশীল সাহিত্য বিকাশে…মোমেনশাহী দর্পণ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় সাহিত্য পত্রিকা মোমেনশাহী দর্পণের ব্যবস্থাপনা ও আয়োজনে সহ-সম্পাদক এম. সোহেল রানার উপস্থিতিতে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উজলপুরস্থ ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি শিক্ষাবর্ষ-২০২১ সালের ফলাফলে দু’জন এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থী মোছাঃ মিলি খাতুন, মোছাঃ কামিনি খাতুনকে “সম্মাননা স্মারক ক্রেস্ট” ও সম্মাননা সনদ প্রদান করা হয়।উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা নাজমা সালেহীনের সভাপতিত্বে মোঃ নাদিমুল হকের(গণিত) পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছোট গল্পকার মোঃ খলিলুর রহমান (খালিদ) উপদেষ্টা মোমেনশাহী দর্পণ।উপস্থিত ছিলেন- শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, মোঃ ইয়ারুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নাহারুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, আসাদুল ইসলাম প্রমূখ।সৃজনশীল অভিযাত্রীর খোঁজে “মোমেনশাহী দর্পণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সম্মাননা স্মারক ও সনদ প্রদানের পর সৃজনশীল সাহিত্য বিকাশে…মোমেনশাহী দর্পণ সাহিত্য পত্রিকার ১১তম বর্ষের ৮ম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এ সময় আরোও উপস্থিত ছিলেন- শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সকল শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারিবৃন্দ।