প্রিন্স আরিফ খান, মেহেরপুর জেলা প্রতিনিধি: একত্রিশবার তোপদ্ধনি, জাতীয় পতাকা উত্তোলন, শহিদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শণসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাকজমকপূর্ণভাবে পালন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
ভোরে মেহেরপুর সার্কিট হাউজ প্রাঙ্গনে ৩১ বার তপোধ্বনির মধ্যে দিয়ে দিবসের সূচনা হয়। পরে সূর্যদয়েরর সাথে সাথে মেহেরপুর সরকারি কলেজ মোড়ে অবস্থিত শহিদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান রাষ্ট্রের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন। পরে পুলিশ সুপার মো. রাফিউল আলম,পিপিএম সেবা, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, মেহেরপুর সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সর্দার, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা পুস্পস্তবক অর্পণ করেন।
পরে সকাল সোয়া ৮টার সময় মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় পুলিশ সুপার রাফিউল আলম উপস্থিত ছিলেন। পরে শান্তির প্রতীত কবুতর উড়ানো হয়।
এর পরপরই বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ওভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, রোভার স্কাউট, বয় স্কাউট, গার্লসগাইড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী করেন। শেষে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]