প্রিন্স আরিফ খান, মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের সাংবাদিক নেতাদের নিন্দা, মেহেরপুরের মুজিবনগরে তিন সাংবাদিকের বিরুদ্ধে এক ইউপি মেম্বরের মানহানীর মামলার ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন মেহেরপুরের সাংবাদিক নেতাগণ। আজ শনিবার মোবাইল ফোনে তারা তাদের ববিৃতি প্রদান করেন। বিবৃতিতে সাংবাদিকগণের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আহবান জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলন করা হবে বলেও জানানো হয়।
বিবৃতি প্রদান করেন, গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহাবুব আলম, গাংনী উপজেলা প্রেসক্লাব সভাপতি এমএ লিংকন, সাধারণ সম্পাদক এমএন পাভেল, মেহেরপুর প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক পজলুল হক মন্টু, মেহেরপুর জেলা প্রেসক্লাব সভাপতি তোজাম্মেল আজম, ও মুজিবনগর প্রেসক্লাব সভাপতি ওমর ফারুক প্রিন্স।
বিবৃতিতে জানানো হয়, সাংবাদিকরা যখন কোন সত্য ঘটনা তুলে ধরেন, দুর্ণীতিবাজদের মুখোশ উম্মোচন করেন ঠিক সেই সময় ওই সব দুর্ণীতিবাজরা সাংবাদিকদের হয়রানীর জন্য বিভিন্ন ধরণের অপবাদ রটায় ও মামলা করেন। রাজনৈতিক নেতাদের আশীর্বাদে এসব মামলা ও হয়রানীর ঘটনা ঘটছে। তিন সাংবাদিকের বিরুদ্ধে আনীত মামলা প্রত্যাহারের দাবী জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, পাঁচ সাংবাদিকদের নাম ভাঙিয়ে টিসিবি পণ্য উত্তোলন করেছিলেন বাগোয়ান ইউপির সদস্য রাকিব। বিষয়টি সাংবাদিকদেরকে জানান টিসিবি’র ডিলার রিপন আলী। এ নিয়ে ২৫ মার্চ ঢাকা থেকে প্রকাশিত জবাবদিহি, চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত সময়ের সমিকরণ ও মাথাভাঙ্গা পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে ইউপি সদস্য রাকিব মেহেরপুর বিজ্ঞ সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ৫০০/৫০১ পেনাল কোডে মানহানীর মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে কুষ্টিয়া জেলা পিবিআইকে তদন্তভার দেয়া হয়েছে। সংবাদ প্রকাশের কারণে ২০ লাখ টাকার মানহানী হয়েছে বলে বাদী মামলার এজারে উল্লেখ করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]