প্রিন্স আরিফ খান, মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ে উঠলে নাগরিকরা সকল সেবা ঘরে বসেই পাবে। সকল কাজ ঘরে বসেই শেষ করতে পারবেন। তাই স্মাার্ট বাংলাদেশ গড়ে ওঠার পূর্ব শর্তই হলো নাগরিকদেরও স্মার্ট হতে হবে।
মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সাথে উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আজ রবিবার (৭ মে) সকালে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রনি খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক আরও বলেন, মেহেরপুর একটি সম্ভাবনাময় জেলা। এখানে সম্ভাবনার সকল দার রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে জেলাকে আরও উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, স্মৃতি বিজড়িত মুজিবনগর খ্যাত মেহেরপুরের মানুষ ও মাটি দুটোই ভাল। তবে সম্ভাবনাময়ী এই জেলায় কিছু সমস্যা রয়েছে। জেলাবাসির অন্যতম সমস্যা মাদক। আমরা এ জেলাকে মাদকমুক্ত করতে চাই। মাদক মুক্ত করতে জেলার মানুষকে সহযোগিতা করতে হবে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম আরও বলেন, সারা দেশে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে। মেহেরপুর জেলার উন্নয়ন কাজে সহযোগী হবার প্রত্যয় ব্যক্ত করে জেলা প্রশাসক বলেন, আমি এই জেলার উন্নয়নে অবদান রাখতে চাই।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমান হোসেন মিলু, বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন, বীর মুক্তিযাদ্ধা লুৎফর রহমান, মুজিবনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রিন্স, মুজিবনগর উপজেলা ইমাম পরিষদের সভাপতি তহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শুকুমার কর্মকার,খ্রিস্টীয় ধর্মের প্রতিনিধি বাবুল বৈরাগী, প্রধান শিক্ষক গোলাম ফারুক প্রমুখ।
এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম মুজিবনগর উপজেলা পরিষদ চত্বরে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।