প্রিন্স আরিফ খান, মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামে বালিবাহী একটি ট্রাক উল্টে যাওয়ায় সড়ক অবরােধের প্রায়ই ৭ ঘণ্টা পর অবশেষে ট্রাকটি অপসরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাংনী থানা পুলিশের সহায়তায় স্থানীয়রা বালিসহ ট্রাকটি সড়ক থেকে অপসারণ করেন। এর আগে বুধবার রাতে বালিবাহী ট্রাকটি উল্টে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে কুষ্টিয়ার দিক থেকে আসা একটি বালিবাহী ট্রাক মেহেরপুর শহরের দিকে যাচ্ছিল।
পথে মধ্যে গাংনীর বাঁশবাড়ীয়া নামক স্থানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো সড়কেই পড়ে। এসময় ট্রাকটির চালক ও হেলপার ট্রাক থেকে লাভ দিয়ে রাস্তার পাশে পড়েন। তবে আহত হননি। ট্রাকটির যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।