এম. সোহেল রানা; মেহেরপুর: আসন্ন মেহেরপুর পৌরসভা নির্বাচন-২০২২, ১৫ জুন-২২ অনুষ্ঠিতব্য মেহেরপুর পৌরসভার নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার(২৭মে-২২) বেলা ১১টার দিকে মেহেরপুর পৌরসভা নির্বাচন পরিচালনার দায়ীত্বে নিয়োজিত রিটানিং অফিসার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন। প্রার্থীরা প্রতীক পেয়ে মেহেরপুর পৌরসভা নির্বাচনে ভোট যুদ্ধের ময়দানে ৯টি ওয়ার্ডে প্রতিদ্বন্দিতা করছেন।
মেহেরপুর পৌরসভার মেয়র পদে পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান রিটন (নৌকা), স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক মেয়র মোতাছিম বিল্লাহ মতু (নারিকেল গাছ) প্রতীক পেয়েছেন।
মেহেরপুর পৌরসভার কাউন্সিলর পদে ১নম্বর ওয়ার্ডে মোয়াজ্জেম হোসেন (টেবিল ল্যাম্প), মীর জাহাঙ্গীর আলম (পানির বোতল), গোলাম ফারুক (পাঞ্জাবি), রাজিব(ডালিম) রাশেদুজ্জামান (উটপাখি)।২নম্বর ওয়ার্ডে সঞ্জয় কুমার সাহা (উটপাখি), আল মামুন (টেবিল ল্যাম্প), তপন কুমার(পাঞ্জাবি), ওয়াসিম খান (ব্ল্যাকবোর্ড), শফিকুল ইসলাম(ডালিম), ইয়াসিন আলি শামিম(পানির বোতল)।৩ নম্বর ওয়ার্ডে ইনসান আলী (টেবিল ল্যাম্প), শাকিল রাব্বি ইভান (ডালিম), সৈয়দ আবু আব্দুল্লাহ(পানির বোতল), জাহাঙ্গীর আলম(উটপাখি)। ৪নম্বর ওয়ার্ডে মোঃ আব্দুর রহিম (পানির বোতল), নুরুল ইসলাম(ডালিম), রিয়াজউদ্দিন(উটপাখি)।৫নম্বর ওয়ার্ডে হাসেম আলী(উটপাখি), এস এম আবুল হাসানাত (পানির বোতল), শরিফুল ইসলাম (টেবিল ল্যাম্প), আক্তারল ইসলাম(পাঞ্জাবি), মোস্তাক আহমেদ(ব্রিজ)।৬নম্বর ওয়ার্ডে শাহিনুর রহমান(পাঞ্জাবি), সৈয়দ মঞ্জুরুল হাসান(পানির বোতল), শামীম রেজা (টেবিল ল্যাম্প), বোরহানুল আজিম(উটপাখি)। ৭নম্বর ওয়ার্ডে এস.এম ফিরোজুর রহমান(পাঞ্জাবি), নুরুল আশরাফ রাজীব(উটপাখি), মনিরুল ইসলাম (পানির বোতল), ইলিয়াস হোসেন(গাজর), তারিকুল ইসলাম(টেবিল ল্যাম্প)। ৮নম্বর ওয়ার্ডে খন্দকার শফিউল কবীর(পাঞ্জাবি), সৈয়দ মঞ্জুরুল কবীর(ডালিম), এ কে শাকিল আহমেদ(পানির বোতল), আব্দুস সাত্তার(ব্রীজ), সাখাওয়াত হোসেন (টেবিল ল্যাম্প), মতিয়ার রহমান(গাজর), নাজমুল হাসান(ব্ল্যাাকবোর্ড), রিন্টু রহমান(উটপাখি)।৯নম্বর ওয়ার্ডে সোহেল রানা(পানির বোতল), মোহাম্মদ বিন হাশেম (উটপাখি) এবং হামিদুল ইসলাম(টেবিল ল্যাম্প প্রতীক) পেয়েছেন। এদিকে পৌরসভার নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২,৩ নম্বর ওয়ার্ডে ইতি বেগম(বলপেন), আল্পনা খাতুন (জবা ফুল), দিল আফরোজ(চশমা), মনোয়ারা খাতুন(আনারস)। ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে শিউলি আক্তার (জবা ফুল), ফিরোজা খাতুন(চশমা), মোমেনা বেগম (আংটি), বিলকিস (আনারস), পলি(অটোরিকশা), আফরোজা(টেলিফোন), শারমীনা (বলপেন), খাদিজা বেগম (দ্বিতল বাস)। ৭,৮,৯নম্বর ওয়ার্ডে সীমা চৌধুরী (জবা ফুল), হামিদা খাতুন (চশমা), রোকসানা (আনারস) প্রতীক পেয়েছেন।প্রার্থীরা যার যার মত করে জনগণের দ্বারে দ্বারে গিয়ে তাদের মূল্যবান ভোট প্রার্থনা করেছেন।